BARABANI-SALANPUR-CHITTARANJAN

ঐক্যতান ওয়েলফেয়ার সোসাইটির তরফে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে যে ভাবে বিপর্যস্ত হয়েছে গোটা দেশ তথা রাজ্য সেখানে দাঁড়িয়ে এখন অনেকটাই নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন লকডাউন এর ফলে জামায়াত নিষিদ্ধ তখন বন্ধ ছিল রক্তদান শিবিরের মত অনুষ্ঠানও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত এক বছরে রাজ্যে রক্তের অনেকটাই ঘাটতি দেখা দিয়েছিল। সেই অনুযায়ী করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে কিছুটা শিথিল করে বিধি নিষেধ পালন করছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন ক্লাব ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে চলছে রক্তদান শিবির। আর তাই সালানপুর ব্লকের আল্লাডি ঐকতান ওয়েলফেয়ার সোসাইটির তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন এই রক্তদান অনুষ্ঠানে ২৬ জন রক্তদাতা রক্ত দান করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জন সূতনু দাস সম্পাদক বাপী মন্ডল ক্লাবের সদস্য উদয় চ্যাটার্জি, ববিতা দাস,দীনেশ সেন, গৌতম চক্রবর্তী,জামিনি রঞ্জন পাল সহ অনেকে ।

Leave a Reply