চিত্তরঞ্জন শহরে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– ফের চিত্তরঞ্জন শহরে পথদুর্ঘটনায় মৃত্যু হল ঝিল পাহাড়ির বাসিন্দা দেবজ্যোতি গড়াই (২৯)নামের এক যুবকের।জানা গিয়েছে বেলা ১টা নাগাদ একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১ নম্বর গেট গামী একটি বাস ওই যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়।এবং দেব জ্যোতির রাস্তায় পড়ে মৃত্যু হয়। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং সেই যুবককে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



সেখানকার চিকিৎসকরা দেবজ্যোতি কে দেখে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ দেবজ্যোতি কোনরকম পরিচয় পাওয়া যায়নি কিন্তু পুলিশ কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় জোগাড় করে ফেলে। তারপরেই ঝিল পাহাড়ির বাসিন্দা দেবজ্যোতি বাবা বিমল কৃষ্ণ গড়াই কে খবর দেওয়া হয়। এবং চিত্তরঞ্জন কেজি হাসপাতলে সমস্ত পরিবারের লোকেরা এসে পৌঁছায়। এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।