শিক্ষিকার মাথায় আঘাত করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। রুপনারায়নপুরের বাসিন্দা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা সাহার বাড়ির খুব কাছেই মাথায় আঘাত করে তার হাতে থাকা মোবাইল এবং একটি ব্যাগ বুধবার রাতে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা । বৃহস্পতিবার ঘটনার তদন্ত করতে সহকারী পুলিশ কমিশনার ওমর আলী মোল্লা এবং রুপনারায়নপুর ফাঁড়ির ও সি রাহুল মন্ডল ঘটনাস্থল সহ একাধিক জায়গায় যান। পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে।



সুজাতা দেবীর স্বামী নিরাপদ পাল জানান বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ তার স্ত্রী স্থানীয় বাজার থেকে অবকাশ লজের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন । বাড়ির অদূরে রাস্তায় তাঁকে পিছন থেকে দুষ্কৃতীরা মাথায় মারে এবং তার ব্যাগ টি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।মাথা ফেটে তিনি অচৈতন্য হয়ে সেখানে পড়ে থাকেন ।স্থানীয় মানুষজন নিরাপদ বাবুকে খবর দিলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান এবং হাসপাতালে নিয়ে তাকে পৌছন। ওই ব্যাগের মধ্যে মোবাইল ,এটিএম কার্ড দুইশ টাকা এবং ঘরের চাবি ছিল। আহত অবস্থায় তাকে স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার আসানসোলে তার স্ক্যান করানো হয়।
ঐ খবর পেয়ে পুলিশ আহত ঐ শিক্ষিকার কাছে গিয়ে কথা বলে ঘটনাটি জেনেছেন। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এটা শুধু ছিনতাই না অন্য কোনো বিষয়ে এর সাথে যুক্ত তাও পুলিশ খোঁজ নিয়ে দেখছে। যদিও আহত মহিলার স্বামী জানিয়েছেন তার কোন শত্রু নেই।
মাইথন পর্যটন কেন্দ্রে বড় নৌকা এবং স্পিড বোটের উদ্বোধন করলেন বিধায়ক
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা উৎপাদিত 300 তম রেল ইঞ্জিন কে রওয়ানা করলেন রেল বোর্ডের চেয়ারম্যান