সালানপুরের শিয়াকুলবেরিয়া ফুটবল ময়দানে উদ্ধার অজগর
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-সালানপুর থানার কল্যা পঞ্চায়েতের অন্তর্গত শিয়াকুলবেরিয়া ফুটবল ময়দানে উদ্ধার অজগর সাপ। শুক্রবার সকালে মাঠে এই বিশাল অজগর সাপ দেখতে পান গ্রামবাসীরা।এরপর সাপ বেরহবার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই অজগর দেখতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা।
এরপরেই খবর দেওয়া হয় বনবিভাগ দফতরে।খবর পেয়ে বন দফতরের লোক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। অজগর সাপটি লম্বায় পাঁচ ফুট বলে জানা গিয়েছে।