আসানসোলে এম্বুলেন্স দুর্ঘটনাগ্রস্ত, মৃত এক
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জাতীয় সড়কের উপর গোবিন্দ নগর এর কাছে কলকাতা থেকে রোগীকে নিয়ে এম্বুলেন্স আসার সময় একটি ডিভাইডার কে ধাক্কা মেরে রাস্তা থেকে উল্টে যায় এবং এম্বুলেন্সটি নিচে গিয়ে পড়ে ।রাত্রি দশটা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় গোবিন্দ নগর গুরুদুয়ারার মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ।পরে পুলিশ আসে। গোবিন্দ নগর এর বাসিন্দারাই কোনমতে এম্বুলেন্স এর দরজার কাছ ভেঙে ভেতরে ঢুকে আহতদের উদ্ধার করে।




জানা গেছে ওই অসুস্থ ব্যক্তি মারা যান। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ শর্মা। তার বাড়ি সীতারামপুরে। তিনি পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তারপর কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে কোথাও বলা হয় বেড নেই। কোথাও আবার বলা হয় অপারেশন করতে হবে কিন্তু বন্ড দিতে হবে রিস্ক আছে। যেকোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। এই অবস্থায় শেষ পর্যন্ত শর্মা পরিবারের তার পুত্র সহ বেশ কয়েকজন ওই অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন বাড়ি সিতারামপুরে। রাস্তায় এমন দুর্ঘটনা ঘটার পর তাদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে নিয়ে গেলে রামকৃষ্ণ বাবুকে মৃত ঘোষণা করা হয় এবং তার পুত্র সহ একাধিক ব্যক্তি ওই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।