BARABANI-SALANPUR-CHITTARANJAN

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি (বারাবনী চক্র) পক্ষ থেকে ভানোড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ শিক্ষক/শিক্ষিকা দের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরে মোট ৩৯ জন শিক্ষক/শিক্ষিকা রক্তদান করলেন।চক্রের সভাপতি বরুন বাউরীর নেতৃত্বে উক্ত শিবিরে আয়োজন করা হয়ে।

এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারবনীর মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায়,সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র, জেলা সভাপতি হিমাদ্রী শেখর পাত্র,জেলা পরিষদ কর্মাধ্যক্ষা পুজা মাড্ডি,বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী,বারাবনী পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা সাধনা সাহা ও রক্ত আন্দোলনের অন্যতম পথিকৃৎ শ্রী প্রবীর ধর মহাশয়।চক্রের সকল শিক্ষক/শিক্ষিকা দের উপস্থিতিতে শিবিরটি সর্বাঙ্গীণ সাফল্য মন্ডিত হয়

Leave a Reply