ASANSOL

আসানসোল শহরে কুকুরের আতঙ্ক, কামড়ালো ৩৬ জনকে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ ডিসেম্বরঃ আসানসোল শহরে কুকুরের আতঙ্ক। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা পর্যন্ত দেড় ঘণ্টায় ৩৬ জনকে একটি পাগলা কুকুরে কামড়ায়। এদের মধ্যে ৬ জন মহিলা আছে বলে জানা গেছে। প্রত্যেককেই আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। স্থানীয়দের দাবি কুকুর পাগল হয়ে গেছে।

আপাততঃ তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে প্রত্যেককে   এ্যান্টি রেবিস ভ্যাকসিন বা এআরভি দেওয়া হবে বলে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। আসানসোল দক্ষিণ থানার উল্টোদিকে ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকা, ঘাঁটি গলি, রাহা লেন, লক্ষ্মী মন্দির অঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকেই এই ৩৬ জন রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এদিন রাতে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।

এদের মধ্যে অনেকেই সন্ধ্যেবেলা বেড়াতে বেরিয়ে ছিলেন। কেউ কেউ আবার  অফিস বা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঐ কুকুরের খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply