ASANSOLKULTI-BARAKAR

নিষিদ্ধ পল্লী থেকে দুই নাবালিকা উদ্ধার, আটক করে দুই যুবককে পুলিশের জেরা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ ডিসেম্বরঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর নিষিদ্ধ পল্লী থেকে বুধবার বিকেলে উদ্ধার হলো দুই নাবালিকা। একইসঙ্গে আটক করা হয়েছে দুই যুবককে। এদিন দুপুরের পরে নিষিদ্ধ পল্লীর একটি ঘরের ভেতর দুই নাবালিকা ও দুজন যুবক রয়েছে বলে খবর পান লছিপুর দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যরা। কমিটির তরফে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে।

সেই মতো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। তল্লাশি করে নিষিদ্ধ পল্লীর একটি ঘর থেকে ঐ দুই নাবালিকা সহ দুই যুবককে পুলিশ উদ্ধার করে। তাদেরকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়। পুলিশ তাদেরকে ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করেছ বলে জানা গেছে। পুলিশ কি কারণে বা কিভাবে ঐ দুই নাবালিকা নিষিদ্ধ পল্লীতে এসেছে, তা জানার চেষ্টা করছে।
পুলিশ জানায়, নাবালিকা ও যুবকদের জেরা করা হচ্ছে।
প্রসঙ্গতঃ, নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লী থেকে নাবালিকা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়।

Leave a Reply