ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেডের ঠিকা কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়
বেঙ্গল মিরর,বারাবনি থেকে মনোজ শর্মা : বারাবনি ব্লকের অন্তর্গত ন পাড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেডের আজ সকাল থেকে টিএমসি ব্যানারে গেটের বাইরে ঠিকা কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায় এই ঠিকা কর্মীরা আজ 2014 সালে 14 ই জানুয়ারি তারা এই সংস্থায় ঠিকাদারের আন্ডারে কর্মরত হয়েছিল এবং কয়েকদিন ধরে তাদের বক্তব্য যে আমরা কোন ঠিকাদারের আন্ডারে থাকবো না
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/12/IMG-20211222-WA0066-500x281.jpg)
আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে ইএসআই ফ্যাসালিটি দিতে হবে আর পশ্চিমবঙ্গ সরকারের জারি আছে সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে আরেকটি দাবী হল তাদেরকে একটি করে আই কার্ড দিতে হবে কেননা কয়েকদিন আগে কাজ করে যাওয়ার টাইমে আরপিএফ ব্যাপক তাণ্ডব চালায় আজ যখন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সিলভার মা আছে উনি ওই দৃশ্য দেখে গেটের এখান থেকে পালিয়ে যান লেবারদের বক্তব্য যে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন এখন স্থায়ী 24 জনকে নিযুক্ত করতে হবে.