BARABANI-SALANPUR-CHITTARANJAN

মাইথন রোড ও সিধাবাড়ি রোডে দুটি তোরন গেট উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র:- নতুন বছর আসার আগেই মাইথন বাঁধে পিকনিক করতে আসা মানুষদের ভিড় জমেছে মাইথনে।এর পরিপ্রেক্ষিতে কল্যানেশ্বরী মাইথন রোড এবং সিধাবাড়ি রোডে দুটি তারন গেট তৈরি করা হয়, ফিতা কেটে এই গেট গুলির শুভ উদ্বোধন করেন বারাবানী বিধায়ক বিধান উপাধ্যায় সহ জেলাপরিষদের কর্মাধক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং।

এদিন তারন গেট উদ্বোধন এর পর তিনি এদিন মাইথন পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করেন। মাইথন ডাম্পে নৌকা চালকদের সাথেও তিনি কথা বলেন।নাবিকদের কাছে থেকে তাদের সুবিধা এবং অসুবিধা কথা জানেন এছাড়া এদিন আগত পর্যটকদের লাইফ জ্যাকেট পরার জন্য জানান।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূলের নেতা মনোজ তেওয়ারী জানান যে
নতুন বছর উপলক্ষ্যে মাইথন বাঁধে পর্যটকদের প্রচণ্ড ভিড় হয় এইসব ভিড় নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন স্থানে হেল্প বুথ স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীদের যেকোনো ধরনের অসুবিধার ক্ষেত্রে যোগাযোগ করা যায়,এলাকায় 100 জনেরও বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে, যাতে মাইথনে শান্তিপূর্ণ পরিবেশে পিকনিক সম্পন্ন হয়। ডিজে, মদ এবং থার্মোকল প্লেটের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, সার্বিকভাবে মাইথনে শান্তিপূর্ণ পরিবেশে পিকনিক যাতে করা হয় সেইদিকটি লক্ষ্য রাখা হয়।বারাবনি বিধায়ক ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত, বিজয় সিং , রামচন্দ্র সাঁও, মবিন খান, বিমল গড়াই, বাবলু ঘাসি,সহ অনেকেই

Leave a Reply