ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জনে রেলের স্কুল ডিসেম্বর মাসেই বন্ধ করে দেওয়ার বিঞ্জপ্তি জারি

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায় , আসানসোল, ২৩ ডিসেম্বরঃ রেল পর্ষদের প্রস্তাব মেনে শেষ পর্যন্ত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অধীনে থাকা স্কুলগুলির ৭৪ টি পদ অবলুপ্ত করে দিলেন রেল কর্তৃপক্ষ। গ্রুপ সি পর্যায়ের ঐ পদ গুলো তুলে দেওয়ার পাশাপাশি রেল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন, চিত্তরঞ্জনের স্কুলগুলিতে আগামী শিক্ষাবর্ষে কোন ক্লাসেই নতুন করে কোন পড়ুয়াকে ভর্তি করা হবে না।

Clw


চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার তথা স্কুল এক্সিকিউটিভ অফিসার অলক কুমার এক বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার জানিয়ে দিলেন, চলতি ডিসেম্বর মাসেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে এসপি নর্থ ইংলিশ মিডিয়াম স্কুল, এস পি ইস্ট হিন্দি মিডিয়াম স্কুল ও ডিভি বয়েজ বাংলা মাধ্যম স্কুল। এছাড়াও চিত্তরঞ্জন হাইস্কুল ইংলিশ মিডিয়ামের প্রাইমারি সেকশনকে ঐ স্কুলের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। ঐ সব বন্ধ করে দেওয়া স্কুলের পড়ুয়াদের ডিভি বয়েজ হাইস্কুলে ছেলেদের ও ডিভি গার্লস স্কুলে মেয়েদের স্থানান্তরিত করা হবে।


তবে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ করে দেওয়ায় হাই স্কুল গুলো ছাত্রছাত্রীরা পাস করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব স্কুল একবারে বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন রেলের স্কুল শিক্ষক সংগঠনের সর্বভারতীয় কার্যকরী সভাপতি অবনী কুমার বেরা। তিনি বলেন, সারাদেশেই এমন অন্তত ৯৪ টি স্কুল রেল কর্তৃপক্ষ ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার পথে এগোচ্ছে। চিত্তরঞ্জনের শিক্ষক বা শিক্ষিকাদেরকে স্কুল বন্ধ করে দেওয়ার ফলে অফিসে নিয়োগ করা হতে পারে।


এই স্কুল বন্ধের ইস্যুতে আমরা বুধবারই চিত্তরঞ্জনের সমস্ত শ্রমিক সংগঠন একযোগে বিষয়টি নিয়ে আলোচনা করেছি ও আগামী দিনে বড় ধরনের আন্দোলনে নামার কথা ঠিক করেছেন বলে অবনীবাবু জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *