আসানসোল আদালতে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। এবার আসানসোল আদালতে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এক আইনজীবী মামলা দায়ের করলেন। আদালত সেই মামলা গ্রহণ করেছে। আগামী মাসে সেই মামলার শুনানি হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার আসানসোলের প্রবীণ আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি হিসেবে বেশ কয়েকজনের নাম যুক্ত করেছেন। তিনি তার অভিযোগে জানিয়েছেন গত ১২ ই ডিসেম্বর এবং ১৯ শে ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থান এবং উত্তর প্রদেশের দুটি সভায় হিন্দুত্ববাদীদের প্রসঙ্গ টেনে বলেছেন ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্য কেও ভুলে যায় ।দেশের দুর্দশার জন্য এরাই দায়ী।
রাহুল গান্ধীর এই বক্তব্যের বিভিন্ন কাটিং এবং বৈদ্যুতিন মিডিয়ার নির্দিষ্ট তথ্য তিনি প্রমাণ রূপে দেন । পীযূষ বাবু অভিযোগ করেন এতে তার ধর্মীয় ভাবাবেগে ধাক্কা লেগেছে। সংবিধানে যে কোনও মানুষ যে কোনও ধর্ম পালন করতে পারেন ।কিন্তু কারো ধর্মকে নিয়ে এভাবে আঘাত করা যায় না। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ক এবং ২৯৮ ধারায় এই মামলা আদালত গ্রহণ করে। এদিনই এই মামলাটি গ্রহণের পর তা শুনানির জন্য মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আসানসোলের সপ্তম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠিয়ে দেন ।আগামী মাসে এই মামলার শুনানি ওই ম্যাজিস্ট্রেটের আদালতে হবে বলে পীযূষ বাবু জানিয়েছেন।