ASANSOL-BURNPURRANIGANJ-JAMURIA

আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটে প্রতি মাসে একটি থানার উদ্যোগে হবে রক্তদান শিবির, জানালেন পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২৪ ডিসেম্বরঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার উদ্যোগে শুক্রবার বার্ণপুরের হিরাপুর থানা মাঠে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডিসিপি (সদর) অংশুমান সাহা, ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি, প্রবীর ধর সহ অন্যান্যরা।

থানার উদ্যোগে হবে  রক্তদান


অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আগে বিভিন্ন থানার উদ্যোগে রক্ত দান শিবির করা হতো। কিন্তু কোন কারণে সেই উদ্যোগে ভাঁটা পড়ে। পরিস্থিতির কথা বিবেচনা করে আবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটে থানার উদ্যোগে রক্ত দান শিবির করার উদ্যোগে নেওয়া হয়েছে। এখন প্রতি মাসে নির্দিষ্ট একটি থানা একটি করে রক্ত দান শিবিরের আয়োজন করবে। তিনি আরো বলেন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রতি বছর শুধু মাত্র পথ দূর্ঘটনায় প্রায় ৩০০ জন করে মারা যান। অনেক সময় সংকটাপন্ন রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। সেই কথা জানতে পেরে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও রক্ত দিতে এগিয়ে যান। আমরাও চাই রক্তের সংকট না থাকে।


অনুষ্ঠানে সুপার বলেন, মাঝে মধ্যে নানা কারনের জন্য জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা যায়। তা বলে, রক্তের অভাবে একজনের মৃত্যু হয়েছে, এমনটা কখনো হয়নি। রক্তের সংকট দেখা দিলেই কেউ না কেউ ব্যক্তিগত বা সংস্থার মাধ্যমে রক্ত দান করতে এগিয়ে আসেন। যেমন পুলিশের তরফে করা হয়ে থাকে। আমরা সব সময় রক্ত দান করতে এগিয়ে আসার জন্য সবাই উৎসাহ দিয়ে থাকি।
এদিনের শিবিরে ৫০ জন পুলিশ কর্মী সহ অন্যান্যরা রক্ত দান করেন।


অন্যদিকে, এদিন জামুড়িয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। একইসঙ্গে করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) তথাগত পান্ডে, জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে, শ্রীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌমেন বন্দোপাধ্যায়। এদিনের শিবিরে ৬০ জন রক্ত দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *