BARABANI-SALANPUR-CHITTARANJAN

আনন্দ কুমার ভাটকে হত্যাকরা বন্দুকের খোঁজে জলে নামল ডুবুরি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-১৫ মে চিত্তরঞ্জনের কর্নেল সিং পার্কে গুলিবিদ্ধ অবস্থায় চিত্তরঞ্জন কর্মী তথা প্রাইভেট টিউটর আনন্দ কুমার ভাটের আনন্দ কুমারের দেহ উদ্ধার হয় ।তার শরীরে পাঁচটি গুলি করা হয়েছিল । বিভিন্নভাবে খোঁজখবর করে শেষ পর্যন্ত চলতি ডিসেম্বর মাসের ১৭ তারিখ বিহারের ভোজপুর জেলা থেকে হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত প্রিতমকে পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয় ।
হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত প্রিতম সিং গ্রেফতারের পরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে লেগে পড়েছে চিত্তরঞ্জন পুলিশ।জিজ্ঞাবাদে বিভিন্ন তথ্য উঠে আসে

আর সেই তথ্যের সূত্র ধরেই শুক্রবার সকাল থেকে চিত্তরঞ্জন জলাশয়ে আনন্দ কুমার ভটের হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল খোঁজার জন্য আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১১ জন জওয়ান ড্যাম্পের জলে নামেন। কিন্তু টানা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পরও সেই অস্ত্রের হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে।পুলিশ মনে করছে অভিযুক্ত প্রিতম তাদের বিভ্রান্ত করছে ।যদিও পুলিশের কাছে প্রিতম সিং নিজেই আনন্দ কুমারকে খুন করার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে যদি আনন্দ কুমার ভাটকে সে খুন না করত তাহলে তাকেই খুন হয়ে যেতে হতো ।

Leave a Reply