ASANSOL

AMC ELECTION : ৫০ টি ওয়ার্ড সংরক্ষিত, দেখুন কোন ওয়ার্ডগুলি

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন : ( AMC ELECTION): ৫০টি ওয়ার্ড সংরক্ষিত । আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই ওয়ার্ডের সংরক্ষণ তালিকা প্রাক্তন কাউন্সিলরদের উদ্বেগ বাড়িয়েছে, ২০১৫-এর মতো এবারও ৫০ টি ওয়ার্ড সংরক্ষিত হবে, প্রতিশ্রুতি মত সংরক্ষিত তালিকা ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল, এখন সেই একই তালিকা প্রযোজ্য হবে হবে কিনা, সেই তালিকা প্রকাশ করা হবে কিনা সেটি দেখার বিষয়। যদিও সরকারী সূত্র বলছে যে ওই তালিকাই চূড়ান্ত তালিকা।

ST এর জন্য সংরক্ষিত – ৩৮ (মহিলা), ৯৪,৯৯,১০১ (মহিলা),

SC এর জন্য সংরক্ষিত– ৭ (মহিলা), ৯ (মহিলা), ১৭,১৯,৩০ (মহিলা), ৩২,৩৬,৫৪,৫৭,৬২ (মহিলা), ৭০,৭২,৭৩ (মহিলা), ৯০,৯৫ (মহিলা), ৯৬,১০৩,১০৪

মহিলাদের জন্য সংরক্ষিত – ২,৫,১০,১৩,১৬,২১,২৪,২৭, ৩১,৩৫,৪০,৪৩,৪৬,৪৯,৫২,৫৬,৬০,৬৪,৬৭,৭১,৭৬,৭৯,৮২, ৮৫,৮৮,৯২,৯৮,১০৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *