রানীগঞ্জে তৃণমূল নেতা কর্মীদের দেওয়াল লিখন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ পাওয়ার আগে ভাগেই প্রার্থীদের নাম উজ্জ্বল রেখে পুরোদমে শুরু হলো তৃণমূল নেতাকর্মীদের দেওয়াল লিখন। মঙ্গলবার সকালে এ রকমই ছবি উঠে এলো রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের রানিসায়ের এলাকায়। এদিন তৃণমূল নেতা সাধন সিং এর নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ শুরু করেন তৃণমূল নেতাকর্মীরা। যেখানে তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেন তৃণমূলের কর্মীরা।
এদিন সাধন সিন দাবি করেন তৃণমূল নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের কাজ করেছে এবং তাঁর নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে সে বিষয়ে গুলিকে নজরে দেখে সকলে তৃণমূলের হাতকে মজবুত করতে তৃণমূল প্রার্থীদের ভোট দেবেন একইসাথে তার দাবি আসানসোলের প্রতিটি ওয়ার্ডে তাদের দখলে থাকবে 106 টি ওয়ার্ডএ তাদেরই প্রার্থীরা জিতবে বলে আশাবাদী তিনি।
উল্লেখ্য ইতিমধ্যেই প্রার্থীদের নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে আসানসোলে যা এদিন সকাল থেকেই নাম নথিভুক্তির জন্য এম আর ও দপ্তরে হাজির হবেন প্রার্থীরা। আর এই প্রার্থীর নাম নথিভুক্তির সময় যেকোনো রোগ বিশৃংখলা উত্তেজনাময় পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে রয়েছে পুলিশের বিশাল বাহিনী ও বিশেষ দল।