করোনা সূচক ঊর্ধ্বমুখী, আবার কি নিয়ন্ত্রণের পথে রাজ্য ? প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : আবার কি করোনা থাবা বসাচ্ছে রাজ্যে? ফের সাময়িক নিয়ন্ত্রণের পথে চলতে পারে রাজ্য সরকার এমনটাই ইঙ্গিত পাওয়া গেল বুধবার। বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে আলোচনার সময় যেমন কলকাতায় (containment zone) চিহ্নিত করার কথা রয়েছে, তেমনই রয়েছে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া-সহ লোকাল ট্রেনের সংখ্যা কমানো এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশিকার কথা। তবে সমগ্র ব্যাপার পর্যালোচনা করার পরেই সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বৈঠক থেকে বলেন মুখ্যমন্ত্রী।




মুখ্যমন্ত্রী মনে করেন বাইরে থেকে আসা বিমানযাত্রীদের থেকেই রাজ্যে করোনার সূচক ঊর্ধ্বমুখী।এদিকে আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ফের নিয়ন্ত্রণ আনা যায় কি না, তা পর্যালোচনার কথাও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর পরেই মমতা প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘‘বাইরে থেকে আসা ব্যক্তিরা কলকাতায় বেশি থাকেন। বাইরে যান কলকাতার লোক বেশি। তাই কলকাতায় যদি কিছু কন্টেনমেন্ট জোন করতে হয়, দেখে নাও।’’
তিনি কলকাতা পুরসভার ওয়ার্ড ধরে ধরে সমীক্ষা করার নির্দেশ দেন। এর পরেই মমতার মন্তব্য, ‘‘আগামী ১ লা জানুয়ারি অনেক অনুষ্ঠান রয়েছে। ১ আর ২ তারিখ না করে যদি ৩ জানুয়ারি থেকে কোনও প্রোটোকল চালু করতে হয়, দেখতে হবে। এর সঙ্গে একটা রিভিউ করতে হবে। দরকার হলে ৫০ শতাংশ লোককে বাড়ি থেকে কাজ করতে হবে।’’
এরই পাশাপাশি মমতা বলেন, ‘‘যদি সংক্রমণ বাড়ে তা হলে কিছু দিনের জন্য স্কুল-কলেজ আবার বন্ধ করতে হবে ।’’এদিকে মঙ্গলবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। কলকাতাতে এই সংখ্যাটা ৩৮২। পজিটিভিটি রেটও উপরদিকেই, ২.৩৫ শতাংশ। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনায় ২ জন করে করোনার বলি হয়েছেন। এ ছাড়া ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১।