AMC POLLASANSOL

আসানসোল উত্তরের ওয়ার্ডের সার্ভে লিস্ট ভাইরাল, তৃণমূলের দাবী ভুয়ো

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল পুরসভায় কে প্রার্থী হবেন তা নিয়ে ঘুম উড়েছে তাবড় নেতাদের। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সার্ভে লিস্ট আলোড়ন সৃষ্টি করেছে। এই তালিকা ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরেই, তৃণমূল নেতারা বিভিন্ন গ্রুপে বার্তা পাঠান যে এই তালিকাটি ভুয়ো। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না।

আসানসোল উত্তর বিধানসভার ৩২ টি ওয়ার্ডের জন্য তৈরি করা তালিকায়, সমস্ত ওয়ার্ডে তৃণমূলের অবস্থা কী, ওয়ার্ডের ভিত্তিতে বলা হয়েছে, যখন ওয়ার্ডগুলিতে কাকে মনোনয়ন দেওয়া উচিত তার জন্য একটি প্রস্তাবিত নাম রয়েছে, তবে কারও স্বাক্ষর নেই এই তালিকায় । এমনকি কোন সীলমোহর নেই বা কারা তালিকা জারি করেছে তার নামও নেই। বেঙ্গল মিররও নিশ্চিত করে না এই তালিকাটি সত্য নাকি নকল। তবে আপাতত এই তালিকা তৃণমূল শিবিরে আলোড়ন সৃষ্টি করেছে।

এখান থেকে ওই লিস্ট দেখতে পারেন 👇👇

Leave a Reply