AMC POLLASANSOL

আসানসোল কর্পোরেশন নির্বাচনে বামফ্রন্ট ৭৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / রাজা বন্দ্যোপাধ্যায়:
আসানসোল নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে
বামফ্রন্ট। ২২ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনের জন্য, বামফ্রন্ট প্রথম তাদের ৭৮ জনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। প্রার্থীদের তালিকা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারি গৌরাঙ্গ চ্যাটার্জী, সিপিআইএম নেতা আর সি সিং এবং বিনোদ সিং ।

৭৬ নম্বর ওয়ার্ড থেকে কবিতা ঘোষ ,২৬ নং ওয়ার্ড থেকে ইফতিখার নায়ার, ২৭ নং ওয়ার্ড থেকে সোমা রায়, ২৫ নং ওয়ার্ড থেকে আফতাব আলম, ২১ নং ওয়ার্ড থেকে ছায়া ভট্টাচার্য, ৩১ নং ওয়ার্ড থেকে তনুশ্রী সমাদ্দার, ৪৮ নং ওয়ার্ড থেকে ভিক্টর আচার্য, ৪১ নং ওয়ার্ড থেকে জয়রাম শর্মা, ৪২ নং ওয়ার্ড থেকে অতনু মুখার্জি, ৪৩ নং ওয়ার্ড থেকে আমনা খাতুন, ১৪ নং ওয়ার্ড থেকে প্রদীপ সরকার, ওয়ার্ড নং ৫১ থেকে প্রকাশ দাস, ৮৫ নং ওয়ার্ড থেকে সীমা হালদার, ২৯ নং ওয়ার্ড থেকে হেমন্ত মিশ্র, ৪০ নং ওয়ার্ড থেকে সুধা সিন্ধু সিং, ৭৮ নং ওয়ার্ড থেকে চন্দন মিশ্র প্রমুখ প্রার্থী হয়েছেন।

প্রার্থীদের তালিকা :

ò

Leave a Reply