মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পকে বাস্তবায়ন করতে পঞ্চায়েত সমিতি কার্যালয়ে বৈঠক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পকে বাস্তবায়ন করতে মঙ্গলবার দিন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের নির্দেশে ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে পি.এইচ.ই দপ্তরের আধিকারিকের সঙ্গে সালানপুর পঞ্চায়েত সমিতি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক জরুরি বৈঠক।যেখানে বিশেষ ভাবে আলোচনা করা হয় প্রায় এক মাসের মধ্যেই কাশকুলি,ছোট্টকরা মৌজায় জল প্রকল্পটি চালু করার এবং প্রতিটি বাড়ি পানীয় জলের সংযোগ করার।এবং কয়েক মাসের বারাবনি বিধানসভা জুড়ে প্রতি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।তাতে প্রায় 36হাজার পরিবার উপকৃত হবে।




এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি জানান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের নির্দেশে আজ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল প্রকল্পকে বাস্তবায়ন করতে সিদ্ধান্ত নেওয়া হয় কয়েক মাসের মধ্যে বিধানসভা জুড়ে এর কাজ চালু হবে।
যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন পি.এইচ.ই দপ্তরের এক্সউটিভ ইঞ্জিনিয়ার তুষার কান্তি দে,পি.এইচ.ই দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত রায়,জুনিয়ার ইঞ্জিনিয়ার দীপেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিশেষে ভাবে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও অদিতি বসু,জয়েন্ট বিডিও রাজেশ কুমার,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ উৎপল কর,কাজল মিশ্র,সুশান্ত হেমরম,সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান,উপপ্রধান সহ সমিতির সদস্য ও সমাজসেবী ভোলা সিং,বাবলু ঘাসি।