পশ্চিম বর্ধমানে ৪৮ ঘণ্টায় আক্রান্ত ১৪৭৫, সক্রিয় ২ হাজারের কাছাকাছি
বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন: পশ্চিম বর্ধমানে ৪৮ ঘণ্টায় আক্রান্ত ১৪৭৫, সক্রিয় ২ হাজারের কাছাকাছি। পশ্চিমবঙ্গে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত দুই দিনে দেড় হাজার আক্রান্ত পাওয়া গেছে। এরপর জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছেছে। রাজ্যের পাঁচটি জেলায় যেখানে সর্বাধিক সংখ্যক সংক্রমণ ঘটছে, সেখানে পশ্চিম বর্ধমানও রয়েছে। যা একটি গুরুতর উদ্বেগের বিষয়। কিন্তু তা সত্ত্বেও জনগণ উদাসীন এবং প্রশাসন উদাসীন।




সংক্রমণ বাড়ার পরও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না জেলায়। পৌর করপোরেশনের নির্বাচনী প্রচারে নির্দেশ অমান্য করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলই এ ব্যাপারে সতর্ক বলে মনে হচ্ছে না। রাজ্য সরকারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় ৯১৯ জন সংক্রামিত হয়েছে। জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯৭৯। কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার পরে, পশ্চিম বর্ধমানে সর্বাধিক সংখ্যক সংক্রমণ পাওয়া গেছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান চালায়, ২৭৩ জনকে ধরে এবং ব্যবস্থা নেয়। কিন্তু তারপরও মানুষ এ বিষয়ে সতর্ক হচ্ছে না। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পঞ্চায়েত এলাকার সংবেদনশীল এলাকাগুলিও স্বাস্থ্য দফতর চিহ্নিত করেছে।