AMC POLLASANSOL

আসানসোলে ফের বিজেপিতে ভাঙন দলবদল করে তৃণমূলে যোগদান

রাজা বন্দোপাধ্যায় / কাজল মিত্র :- আসানসোলে পুরসভা নির্বাচনের আগে ফের বড়সড় ধাক্কা খেল আসানসোল বিজেপি। আসানসোল পৌর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ জন কর্মী সমর্থক বিজয় ঠাকুরের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করেন।
আসানসোল জিটি রোডের পাশে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় ।এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, টিএমসি আহ্বায়ক শিবদাসন দাসু.

टीएमसी ने दिया झटका


এদিন বিজয় ঠাকুরের নেতৃত্বে ৩৮ নম্বর ওয়ার্ডের ২০০ জন বিজেপি কর্মী টিএমসি-তে যোগ দেন।এই অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন, বিজেপি শুধু ধর্মের নামে মানুষকে বিভক্ত করে।বিজেপি কীভাবে জনগণের উন্নয়ন করতে হয় তা জানে না,তারা কেবল মানুষকে কীভাবে ভাগ করতে হয় সেটাই জানে।


তৃণমূলের প্রার্থীরা নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ মূলক প্রকল্প সম্পর্কে মানুষের কাচের প্রদান করেন।আর এই কারণেই মানুষ তাদের ভুল বুঝতে পারছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে যোগ দিতে তৃণমূলের সঙ্গে আসছেন।তিনি এও বলেন আট মাস আগে বিধানসভা ভোটের পূর্বে বিজেপির নেতারা সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে তাদের বিজেপিতে যোগদান করিয়েছিলেন ,কিন্তু যখন তারা তাদের ভুল বুঝতে পারছে তখন তারা সবাই পুনরায় পুরোনো দলে ফিরে আসছে অনেকে বিজেপির পুরোনো কর্মীও তৃণমূলে যোগদান করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *