BARABANI-SALANPUR-CHITTARANJAN

বনদপ্তর এর উদ্দোগে চালালো হল সচেতনতা এবং সতর্কতা মূলক প্রচার

বারাবনি, মনোজ শর্মা :/বারাবনি ব্লকের পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের নতুনডিহি গ্রামে গতকাল হায়নার আতঙ্ক ছড়িয়ে ছিল বনদপ্তর এর তৎপরতায় সেটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরএর বনকর্মীরা আজ বারাবনি ব্লকের নতুন নতুনডিহি গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম্য এলাকায় সকাল সকাল দেখা গেল বনদপ্তর এর কর্মীরা গ্রামের মানুষদেরকে সচেতনাতা বার্তা পৌঁছাতে । গতকাল এই আফ্রিকান স্ট্রাইপেড হাইনা দেখাগিয়েছিল আর তাই তার জন্য বনদপ্তরের আধিকারিক বৃন্দ এবং বনকর্মীরা উপস্থিত ছিল আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ রেঞ্জ অফিসার অচিন্ত সরকার মহাশয় সঙ্গে ছিলেন সরিষাতলী এবং গৌরানডি বনদপ্তর এর অফিসাররা এবং সঙ্গে ছিল অন্যান্য বন কর্মীরা ।

সকাল-সকাল পৌছে ছিল গ্রামের মানুষকে সচেতন করতে গ্রামের মানুষদের যে সচেতন থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন এরকম আবারো বন্য প্রাণী দেখতে পেলে নিকটবর্তী বনদপ্তর এ এবং নিকটবর্তী পঞ্চায়েত অফিসে এবং নিকটবর্তী থানায় যোগাযোগ করতে.। সন্ধে বেলার পর অযথা কেউ বাড়ি থেকে বের হবেন না বাড়ির ছোট ছোট বাচ্চাদের একা ছাড়বেন না.।যারা বাড়িতে গরু, ছাগল , মুরগি , হাঁস রাখেন তাদেরকে জানানো হয়েছে আপনারা অযথা সেগুলিকে বাড়ির বাইরে বার করবেন না কেউ বন্য অজানা জীবজন্তু দেখে সামনে যাবেন না নিকটবর্তী বনদপ্তর এ যোগাযোগ করবেন।

Leave a Reply