RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: পুলিশের বিকল ভ্যান মেরামতের সময় এক দশ চাকার লরির ধাক্কায় জাতীয় সড়কে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এ দিন মঙ্গলপুর এর কাছেই একটি পুলিশ ভ্যানের টায়ার পাংচার হয়ে যায় সেসময় একটি 10 চাকার লরি দ্রুতগতিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরে সজোরে ধাক্কা মারে এক সিপিভিএফ কর্মীকে। ঘটনাস্থলে বছর 38 এর সিভিক কর্মী অভিজিৎ মুখার্জির মৃত্যু হয়।

জানা গেছে অভিজিৎ মুখার্জি রানীগঞ্জের জে কে নগর এলাকার বাসিন্দা ছিলেন। এদিন সকালে তিনি একটি পুলিশ ভ্যানে করে মঙ্গলপুর শিল্পতালুক এলাকায় পুলিশ কর্মীদের সঙ্গে টহল দিতে যাওয়ার সময় সেখানে জাতীয় সড়কের ধারে পুলিশ ভ্যান খারাপ হয়ে গেলে, ভ্যান মেরামতের সময় ওই স্থানে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের পাশেই একটি 10 চাকার লরি প্রথমে একটি অন্য গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঐ পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা মারে, সে সময় সেই স্থানে অভিজিৎ মুখার্জি উপস্থিত থাকায় তাকে চাপা দেয় 10 চাকার লরিটি।

এই ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে চম্পট দিলেও, 10 চাকার লরি টিকে আটক করেছে পুলিশ। শনিবার ওই সিভিক ভলেন্টিয়ার এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। আকস্মিক ঘটা এই দুর্ঘটনায় হতচকিত পুলিশ মহল। শনিবারের এই ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান এসিপি সেন্ট্রাল টু তথাগত পান্ডে। তিনি জানিয়েছেন সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *