বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে ও এক বেসরকারি সংস্থার দ্বারা রবিবার দিন সালানপুর ব্লকের মধ্যে তিনজন প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হলো উইল চেয়ার।আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত কালিপাথর চার্চের সামনে এই উইল চেয়ার গুলি প্রতিবন্ধী ডোমদোহা নিবাসী জগন্নাথ সোরেন,ধাগুড়ি গ্রাম নিবাসী মাগারাম লাইক এবং রেজ্জাক নগর নিবাসী রাজ আনসারীর হাতে তুলেদেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,রানাবেষ মাজি সহ বাপি সেন ও বিশ্বজিৎ দাস।




এই প্রসঙ্গে ভোলা সিং বলেন বিধায়ক বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে বেসরকারি সংস্থার তরফে ব্লকের তিনজন প্রতি বন্ধীকে উইল চেয়ার দেওয়া হল।আমাদের বিধায়ক ও আমাদের যুব নেতা সবসময় গরীব মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যান,তাই সমগ্র বারাবনি জুড়ে সাধারণ মানুষ তাকে বুকে আগলে রেখেছেন।