বনকর্মীরা আহত বাঁদর শিশু ও খরিস সাপ উদ্ধার করল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের
দোমোহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর মিজাবের লক্ষ্মী মন্দির এর কাছ থেকে একটি হনুমানের বাচ্চা কে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করল।
সরিষাতলী ও গৌরাণ্ডি বনকর্মীরা তারপর দোমোহানি বড় বাথানের কাছেই রাস্তার সাইড থেকে একটি বিষাক্ত
খরিস সাপ বনদপ্তর উদ্ধার করল দুটোকেই একসঙ্গে নিয়ে তারা নিজের কার্যালয়ে নিয়ে যাওয়া হল।




গৌরাণ্ডি ফরেস্ট অফিসার জানালেন আজ সকালবেলা বারাবনি থানা এবং চরণপুর গ্রামের মানুষদের কাছে খবর পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথমে বারাবনি ব্লকের বারাবনি থানা সংলগ্ন একটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকা খরিস সাপ উদ্ধার করা হয় এবং তারপরে চরনপুরে গ্রাম থেকে একটি আহত বাঁদর শিশু উদ্ধার করা হয় এবং তারপরে আসানসোল মিউনিসিপ্যালিটি এলাকা থেকে একটি আহত বাঁদরকে উদ্ধার করে আনা হয়
আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের অধীনে থাকা গৌরাণ্ডি এবং সরিষাতলি এর আধিকারিক এবং বন কর্মীদের দ্বারা নিয়ে যাচ্ছে সুস্থ করে তাদের আবার আমরা কোন জঙ্গলে ছেড়ে দেব ফরেস্ট অফিসার সুমন্ত দাস জানান।