বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা, মাস্ক ছাড়া আটক বেশ কয়েকজন
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-সামনে 22শে জানুয়ারী আসানসোল পৌরনির্বাচন আর পৌরনির্বাচন কে সুষ্ঠ শান্তি ভাবে নির্বাচন প্রক্রিয়া করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডারে পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেল। ঝাড়খন্ড থেকে আগত দুচাকা ও চারচাকা গাড়ি থামিয়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি।
একই সাথে মাস্ক ছাড়া বেশকয়েক জন কে আটক করা হয়।এই নাকা তল্লাশি তে উপস্থিত এ -সি- পী কুলটি সুকান্ত ব্যানার্জী, কুলটি ট্রাফিক আধিকারিক ইমতুজালহক, চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক পর্নিম তামাং সহ বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা।