BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি বিধায়কের নির্দেশে মহিলা ও পুরুষ শ্রমিকদের দেওয়া হয় শাড়ি ও কম্বল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায়, সোমবার একটি এনজিও দ্বারা সালানপুর ব্লকের দেন্দুয়া হাসপাতালের কাছে একটি বেসরকারি কারখানার পুরুষ ও মহিলা কর্মীদের মধ্যে 50টি শাড়ি এবং 50টি কম্বল বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক ভোলা সিং, দেন্দুয়া তৃণমূল কংগ্রেস জোনাল কমিটির সভাপতি মনোজ তিওয়ারি, গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন রজক,মবিন খান, নরেন্দ্র খোসলা, শঙ্কর ঘোষ, বিষ্ণু বাহাদুর প্রমুখ।

এ বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান, বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে দেন্দুয়া সংলগ্ন একটি বেসরকারি কারখানার প্রায় শতাধিক নারী-পুরুষকে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে কম্বল ও নতুন শাড়ি দেওয়া হয়েছে।

Leave a Reply