RANIGANJ-JAMURIA

লায়ন্স ক্লাব অফ রাণীগঞ্জ ভবঘুরেদের হাতে ফুড প্যাকেট তুলে দিল

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি :
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এর স্মরণে বিগত বছরগুলি ন্যায় এ বছরও রানীগঞ্জের সমাজসেবী সংস্থা লায়ন্স ক্লাব অফ রাণীগঞ্জ এর সদস্যরা, সপ্তাহব্যাপী সহায়ক ক্যাম্প করে গরীব দুঃস্থ অসহায় মানুষদের মুখে অল্প একটু হাসি ফোটানোর লক্ষ্যে নানা বিধ কর্মসূচির আয়োজন করেছেন। সে বিষয়ের প্রেক্ষিতে এই রবিবার ছুটির দিনে বহু দূর দূরান্ত থেকে আসা ভিক্ষুক ভবঘুরেদের অল্প একটু খাবার প্রদান করে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করলেন। এদিন তারা প্রায় 200 জন ভিক্ষুক ভবঘুরেদের হাতে ফুড প্যাকেট তুলে দেন।

আগামীতে তারা ফের এই ধরনের ক্যাম্প করে মানুষজনেদের সহায়ক সামগ্রী ও শীতের হাত থেকে বাচার লক্ষ্যে কম্বল বিলি করার উদ্যোগ নেবেন, বলেই জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জের সভাপতি হর্ষবর্ধন খৈতান। একইভাবে মহিলা উদ্যোক্তারাও অসহায় মানুষদের সহায়তা করে খুশি হয়েছেন। আগামীতে তারা মানুষদের আরো বেশি সহায়তা করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলেই জানিয়েছেন।

Leave a Reply