রানীগঞ্জে ক্যান্সার পেশেন্ট এর বাড়িতে ঢুকে চোরের দল লুটপাট চালালো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : শীতের রাতে সুযোগ নিয়ে এক গৃহস্থের বাড়িতে ও এক ক্যান্সার পেশেন্ট এর বাড়িতে ঢুকে চোরের দল লুট করল নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী । ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডের রণাই স্কুল পাড়া সংলগ্ন বুম্বা কলোনি এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বুধবার রাত্রে। এদিন চোরের দল এক ক্যান্সার পেশেন্ট এর চিকিৎসার জন্য রাখা নগদ 17থেকে 18 হাজার টাকা ও একটি মোবাইল চুরি করে নিয়ে গেল পরে মোবাইলটি ছাদের কয়লার স্তুপের উপর ফেলে দিয়ে যায়।




বাড়ির সদস্যরা মোহাম্মদ রফিক খান জানান বাড়ির ছাদের দরজা খোলাই থাকে সেই দরজা দিয়ে চোরের দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বাড়ির মধ্যে আলমারিতে থাকা নগদ 17 থেকে 18 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। এই টাকা তার ক্যান্সার গ্রস্ত মায়ের চিকিৎসার জন্য রেখেছিলেন সে বলেই দাবি করেছেন। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই সংলগ্ন এলাকায় গৃহস্থের বাড়িতে চোরের দল বাড়ির ছাদের দরজার ছিটকিনি খুলে বাড়িতে ঢুকে পড়ে লুটপাট চালায়।
রাত্রে যখন বাড়ির সকলে শীতে গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সুযোগ কে কাজে লাগিয়ে চোরেরা ছাদের ওপরের এক বাড়িতে থাকা আলমারির মধ্যে থেকে সোনা, রুপার গহনা, কাঁসা, পিতলের বাসন ও নগদ পচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয়, বলেই দাবি বাড়ির গৃহিণী। উভয় ক্ষেত্রেই এই চুরির ঘটনা স্থানীয় এলাকার নেশাখোররা করেছে বলেই দাবি করেছেন চুরি যাওয়া পরিবারের সদস্যরা। দুটি বাড়ির থেকেই রানীগঞ্জ থানায় চুরির ঘটনার খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।
আসানসোলে হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের ভিত্তি প্রস্তর
রেল পুলিশের হাতে ধরা পড়লো ২ মদ পাচারকারী, ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার