আসানসোল রেল স্টেশনের অদূরে মেমু কারশেডে ভয়াবহ আগুন, আতঙ্ক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২৫ জানুয়ারিঃ আসানসোল রেল স্টেশনের অদূরে মেমু কারশেডে মঙ্গলবার বিকেলে আচমকা আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের শিখা ভয়ংকরভাবে উপরের দিকে উঠতে দেখে শেডে থাকা রেলকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দূরে সরে যান। তারা রেলের আধিকারিক ও দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন নিয়ে মেমু কারশেডে ছুটে আসেন দমকলকর্মীরা। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।
জানা গেছে মেমু কারশেডের যেখানে আগুন লেগেছিল সেখানে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য ও তেলজাতীয় সামগ্রী রাখা ছিল। তার সঙ্গে ছিল বেশ কিছু পরিত্যক্ত ও বর্জ পদার্থ। দমকলকর্মীরা বলেন, কোনভাবে পরিত্যক্ত ও বর্জ পদার্থ থাকা স্তুপে আগুন লাগে। কিন্তু সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই বলে রেল সূত্রে জানানো হয়েছে।