BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন ইষ্টবেঙ্গল ফ‍্যানস ক্লাবের ব্যাবস্থাপনায় স্বাস্থ্য শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ৭৩তম প্রজাতন্ত্র দিবসের দিনই ইষ্টবেঙ্গল ফ‍্যানস ক্লাব চিত্তরঞ্জনের ব‍্যবস্থাপনায় জিৎপুর গ্রামে একটি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ,স‍্যানিটাইজার,মাস্ক বিতরণ করা হয়।এছাড়া ৩৫ জন গরীব পরিবারকে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,উপপ্রধান বন্দনা মন্ডল এবং অন‍্যান‍্য পঞ্চায়েত সদস্যগন।তাছাড়া শিবিরে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ডাক্তার অভিজিৎ নাগ এবং বিয়াস মন্ডল(সি এইচ ও ঘিয়াডোবা)।এই শিবিরে প্রায় ১১২ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এছাড়াও ইষ্টবেঙ্গল ফ‍্যানস ক্লাবের তরফে দীপঙ্কর মিত্র, অঙ্কুর চ‍্যাটার্জী,উত্তম ধর, সুদীপ্ত দে,জয়দীপ দে,দেবর্ষি চৌধুরী, শুভ চক্রবর্তী, শ‍্যামা ঘোষ, মৌ মজুমদার,মনীষ শ্রীবাস্তব উপস্থিত ছিলেন।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস রূপনারায়নপুর শাখার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির

ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মচারীরা, ছয়জনের হাতে তুলে দিলেন আড়াই হাজার টাকা চিকিৎসক অমরেশ মাজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *