বারাবনি থানার পক্ষ থেকে আদিবাসী গ্রামে কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি ঃ বারাবনি থানার পক্ষ থেকে আজ পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোর বাজার আদিবাসী গ্রামে 53 জন মহিলা পুরুষের হাতে কম্বল বিতরণ করা হলো দুটো করেএরই সঙ্গে সঙ্গে গ্রামের প্রত্যেক মানুষের হাতে মাক্স বিতরণ করা হলো তারপরে খিচুড়ি খাওয়ানো হলো খুশি এলাকাবাসী উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল সাব-ইন্সপেক্টর দেবশ্রী চক্রবর্তী এএসআই প্রদীপ মণ্ডল স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি আশিস মণ্ডল।




পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায় ধুন্ধুমার, একই দিনে দুই বার সড়ক দুর্ঘটনায়