BARABANI-SALANPUR-CHITTARANJAN

রুপনারায়নপুরে ব্যবসায়ীর বাইক চুরি

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, রুপনারায়নপুর ঃ সালানপুর থানার রুপনারায়নপুরে আবার বাইক চুরি হলো ।এবার রুপনারায়নপুর এর বিশিষ্ট ব্যবসায়ী শ্রীকান্ত চন্দ্রর বাইক গেল। শনিবার সন্ধ্যেবেলা নিজের দোকান থেকে রাস্তার উপরে থাকা নিজের আবাসনের সামনে বাইক রেখে শ্রীকান্ত বাবু ঘরে টিফিন করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর নিচে নেমে দেখেন তার বাইকটি নেই। সঙ্গে সঙ্গে রুপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে তিনি খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য মাত্র দু’দিন আগেই সালানপুর থানার মাহিসমুরার কাছে ধুন্দাবাদের এক বাসিন্দার বাইক ছিনতাই হয়। এই থানা এলাকার একটি পুকুরের বিকেলবেলা এক মহিলা স্নান করতে যাওয়ার সময় তার দুটি কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।তার কান কেটে যায়। দিন দশেক আগেই রূপনগর থেকে একটি বাড়ির ভেতর থেকে বাইক নিয়ে দুষ্কৃতীরা পালায় ।তার আগেও বেশ কয়েকটি বাইক চুরি হয়। একই সঙ্গে একাধিক চুরির ঘটনাও ঘটেছে ।এলাকার মানুষেরা রীতিমতো এই চোরেদের দৌরাত্ম্যে আতঙ্কিত হয়ে আছেন।

Leave a Reply