Bengali NewsRANIGANJ-JAMURIA

আহত বিজেপি কর্মীকে দেখতে এলেন তৃণমূল বিধায়ক

বেঙ্গল মিরর, রাণীগঞ্জ, চরণ মুখার্জি /দীপ রঞ্জন ব্যানার্জী : কিছুদিন আগে রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতারের প্রতিবাদে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করা হয়েছিল সেদিন। বিজেপি কর্মী অরবিন্দ সিং কে মঙ্গলবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি দেখতে আসেন।

সেখানে তিনি বলেন এ ধরনের ঘটনা যেই করেছে দলের স্বার্থে করেনি। কেউ বিজেপি করতে পারে ,কেউ সিপিএম করতে পারে কেউ তৃণমূল করতে পারে, রাজনীতি করা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তা বলেএই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। আইন আইনের ব্যবস্থা নেবে আমি এই ঘটনাকে কোন রকম সমর্থন করিনা।

বিজেপি কর্মী অরবিন্দ সিং ও 92 ওয়ার্ডের প্রার্থী সুনিতা কেয়াল জানান খুব ভালো লাগলো বিধায়ক তাপস ব্যানার্জি আমাদের বিজেপি কর্মী অরবিন্দ সিং কে দেখতে আসার জন্য। তিনি আরো জানান তিনি আশ্বাস দিয়েছেন দোষীরা অবশ্যই শাস্তি পাবে। এই ধরনের ঘটনা যেই ঘটিয়েছে আমাদের উপর নেতৃত্ব এবং আমি নিজে কোনমতেই সমর্থন করি না।

Leave a Reply