আসানসোলে মিনিবাস চালানো বন্ধ করে প্রতিবাদ, কর্মীদের মারধর করার অভিযোগ টোটো ও অটো চালকদের বিরুদ্ধে
দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস আইএনটিটিইউসির জেলা সভাপতির
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও কাজল মিত্র, আসানসোল, ৭ ফেব্রুয়ারিঃ ( Asansol News Today) যাত্রী তোলা নিয়ে বচসার জেরে মিনিবাসের চালক ও বাস কর্মীদের মারধর করার অভিযোগ উঠলো টোটো ও অটো চালকের বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনার জেরে সোমবার সকাল থেকে আসানসোলে বন্ধ হয়ে গেলো মিনিবাস চলাচল। ঐ ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে বাস কর্মীরা বাস চালাতে অস্বীকার করেন। সপ্তাহ শুরুর প্রথম দিন আচমকাই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভীষন অসুবিধার মধ্যে পড়তে হয় যাত্রীদের। আসানসোল পুরনিগম নির্বাচনের একবারে মুখে সোমবারের এই ঘটনায় অস্বস্তিতে পড়ে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব।
জেলা সভাপতি অভিজিৎ ঘটক এই ঘটনা প্রসঙ্গে এদিন বলেন, গন্ডগোল মিটিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বাস চলবে। কোন সমস্যা হবে না। বাকি যে সমস্যা রয়েছে, তা দ্রুত মিটিয়ে নেওয়া হবে। এদিন আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডে মিনিবাস চালকরা অভিযোগ করে বলেন , রাস্তায় বেশিরভাগ সময় অটো ও টোটো চালকরা যাত্রী তুলতে নানান সমস্যা তৈরী করছে। তা নিয়ে বলতে গেলে মিনিবাস কর্মীদের মারধর করছে বলে অভিযোগ।
এছাড়া বাস কর্মীরা বলেন, অটো ও টোটো চলার জন্য রাস্তায় যানজট তৈরী হচ্ছে। যেমন খুশি রাস্তায় টোটো ও অটো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। বাস চালানোর জন্য মালিকরা বিভিন্ন ধরণের কর দিয়ে থাকেন। অথচ টোটোর কোন বৈধ কাগজ নেই। একবারে বেআইনি ভাবে বাস রুটে টোটো চলছে। পুলিশ প্রশাসন সব দেখছে, কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
শ্রীকান্ত হাজরা নামে এক বাস কর্মী এদিন বলেন, রবিবার রাতে কুলটির নিয়ামতপুর এক বাস কর্মীকে টোটো চালকেরা মারধর করেছে। সব রাস্তায় একই ঘটনা ঘটছে। যাত্রী তোলার জন্য বাসের সামনে টেটো ও অটো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদে বাস চালানো বন্ধ করেছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা বাস বন্ধ রাখবো।
খবর পেয়ে আসেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। তিনি বলেন, বাস কর্মীদের সঙ্গে গতকাল রাতে অটো চালকদের মধ্যে ঝামেলা হয়েছে। প্রায়ই তা হয়। তার জন্য বাস বন্ধ রাখা হয়েছে। বাস কর্মীদের বুঝিয়ে বাস চালুর ব্যবস্থা করা হয়েছে। পুর ভোটের পরে সব পক্ষকে আলোচনায় বসিয়ে সমস্যার সমাধান করা হবে।
প্রসঙ্গতঃ, আসানসোলে বাস, মিনিবাসের সব ধরনের কর্মী থেকে অটো ও টোটো চালকদের ইউনিয়ন শাসক দলের শ্রমিক সংগঠনের দখলে রয়েছে।