তৃণমূলের টিকিট পাওয়া মানে রেজিস্ট্রার তোলাবাজের সার্টিফিকেট পাওয়া” রাজ্য জুড়ে ক্ষোভ নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের
মলয় ঘটকের সম্পত্তি নিয়ে আক্রমন, পাল্টা দিলেন অভিজিৎ ঘটক অর্জুন সিং বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেছে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ ফেব্রুয়ারিঃ “তৃণমূল কংগ্রেসে প্রার্থী নিয়ে তো ক্ষোভ তো হবেই। দলটাই হচ্ছে এক্সট্রনসেন পার্টি। লুঠ, রাহাজানি করা থেকে কাটমানি পাওয়া দল এটা। এই দলের টিকিট পাওয়া মানে সার্টিফিকেট পেয়ে যাওয়া রেজিস্ট্রার তোলাবাজের “। পুরভোটে টিকিট না পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও বিদ্রোহকে সোমবার এই ভাষাতেই আক্রমন করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং( MP Arjun Singh)। একইসঙ্গে তিনি রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের সম্পত্তির প্রসঙ্গ তুলে তাকে আক্রমন করে। তবে অর্জুন সিংকে পাল্টা জবাব দিতে দেরী করেনি রাজ্যের শাসক দল। পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বিজেপি সাংসদকে ডাকাত বলে কটাক্ষ করেন।
আসানসোল পুরনিগমের ৪৪ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী শিউপ্রসাদ বর্মণের হয়ে এদিন তিনি প্রচার করতে শহরে আসেন। আসানসোলের হটনরোড ও বাজার এলাকায় তিনি হেঁটে প্রচার করেন। প্রার্থী সহ দলের নেতা ও কর্মীদের নিয়ে এলাকায় রোডশো করেন তিনি। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আসানসোল পুর নির্বাচনে ভোট লুঠ হওয়ার আশঙ্কা করেন। তিনি বলেন, কলকাতা কর্পোরেশন ভোটে আমরা দেখেছি লুঠ ছাড়া এই দলের কোন ভোট নেই। এরা লুঠ করবে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। প্রতিবাদ ও প্রতিরোধ করতে। যে ভাষায় ওরা প্রশ্ন করছে সেই ভাষায় যদি আমরা উত্তর দিতে না পারি, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারবো না।
তিনি আরো বলেন, আসানসোলের মানুষ চাইছেন পুরবোর্ডে বিজেপিকে আনতে। বিগত ভোটগুলির ভোটের রেজাল্ট তাই বলছে। তৃনমুল কংগ্রেসের গুণ্ডামি রুখতে পারলেই বোর্ড হবে বিজেপির। পুর ভোটে প্রার্থী হতে না পেরে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরোধ শুরু হয়ে গেছে। তাই এখন তৃণমূল তৃণমূলকে মারছে। ক্ষোভ তো হবেই। দলটাই হচ্ছে এক্সট্রনসেন পার্টি। লুঠ থেকে রাহাজানি করা আর কাটমানির দল হয়ে গেছে। এই দলের টিকিট পাওয়া মানে সাটর্টিফিকেট পেয়ে যাওয়া রেজিস্টার্ড তোলাবাজের ।
রোডশোর শেষে এক পথসভা থেকে অর্জুন সিং রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের সম্পত্তি নিয়ে তাকে আক্রমন করেন। তিনি বলেন, আমি তো জানি মলয় ঘটক কি ছিলেন। এখন ২ হাজার কোটি টাকার মালিক। সেই টাকা কোথা থেকে এসেছে? তারজন্যই ইডি ডাকছে। আইএএস ও আইপিএস অফিসারের জন্য থাকা পুরনো আইন বদলের কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা তিনি রাজ্যের শাসক দল ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন।
এদিকে, অর্জুন সিংকে জবাব দিতে গিয়ে মন্ত্রী মলয় ঘটকের ভাই তৃনমুল কংগ্রেসের জেলা নেতা অভিজিৎ ঘটক বলেন, মলয় ঘটকের পরিবার পঞ্চম পুরুষ ধরে আসানসোলে আইনজীবী পেশার সঙ্গে যুক্ত। অর্জুন সিং তো বিজেপিতে গিয়ে সাধু হয়ে গেছে। তার মতো বড় ডাকাত আর কেউ আছে। ওনার কাছে যদি মলয় ঘটকের ২ হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব থাকে, তাহলে তা জনসমক্ষে আনুন। তবে তো তার কথায় মানুষ বিশ্বাস করবে। আসল কথা হলো যারাই বিজেপির বিরোধিতা করবে, তাদের পেছনেই সিবিআই ও ইডি লাগিয়ে দেওয়া হবে। আর অর্জুন সিং তো বেনামে কয়লার প্যাচ চালায়।