ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রেশন ডিলারের বিরুদ্ধে পচা গম দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের অন্তর্গত চয়নপুর গ্রামের রেশন ডিলারের বিরুদ্ধে পচা ও পোকা লাগা গম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীদের অভিযোগ এর পর বুধবার সকালে থেকে রেশন ডিলারের তরফে গম দেওয়া বন্ধ করা হয় ।

এবিষয়ে অনেকেই অভিযোগ করেন যে চয়নপুর গ্রামের পরেশ চন্দ্র সেনের রেশন ডিলার থেকে যে গম দেওয়া হচ্ছে সেই গম গুলি একেবারে পোকা লাগানো ,সকল উপভোক্তাদের রেশনে পচা ও পোকা লাগানো গম দেওয়া হচ্ছে,আসলে সব জামে পোকা লেগে গিয়েছে, এই গম মানুষকে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে।

স্থানীয় দের অভিযোগ রাজ্য সরকার ভাল গম পাঠালেও রেশন ডিলাররা সেই গম বাইরে বিক্রি করে খারাপ পোকা লাগা গম আমাদের দেওয়া হচ্ছে।তবে এবিষয়ে রেশন ডিলারের পক্ষ থেকে বলা হয়েছে যে একে বারে ডিলার থেকে আমাদের যে ধরনের গম পাঠানো হয় আমরা সেই গম প্রদান করি।
তবে সালানপুর ব্লক রেশন অফিসার সুব্রত নস্কর জানান এবিষয়ে কোন প্রতিক্রিয়া জানান নি তিনি বলেছেন খবর নিয়ে দেখবেন ।

Leave a Reply