ASANSOL

আসানসোলে পুলিশের অ্যাকশন, হোটেলে তল্লাশী, বিজেপি নেতারা হেফাজতে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ে ও সৌরদীপ্ত সেনগুপ্ত : শহরের হোটেল এবং লজগুলিতে বহিরাগতরা লুকিয়ে থাকার অভিযোগ নিয়ে বিরোধী দলগুলির বিক্ষোভের পরে পুলিশ অ্যাকশনে নেমেছে। আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শহরের বিভিন্ন হোটেলে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে এ সময় পুলিশ কিছু পায়নি।

অন্যদিকে, হাঙ্গামা করার জন্য পুলিশ উত্তর থানা এলাকার দুই বিজেপি নেতাকে আটক করেছে, দুই বিজেপি নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। সূত্র মারফত খবর একই সঙ্গে বিজেপি প্রার্থীর ছেলেকে গ্রেফতার করেছে দক্ষিণ থানা পুলিশ।

Leave a Reply