আসানসোলে নটা পর্যন্ত ১৩. ৫৭ শতাংশ ভোট পড়েছে,অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে শুরু পুর ভোট
সকাল সকাল ভোট দিলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ আগের রাত থেকেই ইঙ্গিত মিলেছিল। শনিবার সকালে ভোট শুরুর পর থেকেই আসানসোল পুরনিগমের একাধিক ওয়ার্ড থেকে গন্ডগোলের খবর পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই বুথ দখল করে নেওয়ার অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব।




এদিন সকাল আটটার সময় আসানসোলের জিটি রোডের কুমারপুরের অশোক পল্লীতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাজ্য পুলিশের তরফে বিজেপি বিধায়ককে তার ওয়ার্ডের বাইরে না বেরোনোর কথা বলা হয়। তাকে রাজ্য পুলিশের তরফে নোটিশ ধরানোরও চেষ্টা করা হয়। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, এদিন সকালে সাড়ে নটার সময় ৫০ নং ওয়ার্ডে চেলিডাঙ্গা কারনানী প্রাথমিক স্কুলে ভোট দেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখন পর্যন্ত আমার কাছে যা খবর তাতে ভোট শান্তি পূর্ণ ভাবে হচ্ছে। কোথাও কোন অশান্তি হয়নি। বিজেপি সহ বিরোধীরা যা অভিযোগ করছে, তার কোন ভিত্তি নেই। নিজেদের কোন কিছু নেই। এখন এইসব বলে জনসমর্থন নেওয়ার চেষ্টা করছে। তার আরো দাবি, আসানসোলের প্রাক্তন জিতেন্দ্র তেওয়ারি ও বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতারা আইন ভাঙ্গছেন। যদিও বিজেপি নেতৃত্বর দাবি, একাধিক ওয়ার্ডে বুথ দখল করে নেওয়া হয়েছে। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না।