AMC POLLASANSOL

আসানসোলে বিরোধীরা দাবি করলেও, পুনর্নির্বাচনের সম্ভাবনা নাকচ করলো কমিশন

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৩ ফেব্রুয়ারিঃ বিজেপি দাবি না করলেও, অন্য দুই বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেসের তরফে বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়েছিলো। কিন্তু রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল পুরনিগমের কোন বুথে ” রি পোল” বা ” পুনর্নির্বাচন হচ্ছে না। বিরোধীদের দাবি রাজ্য নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছে।

file photo


আসানসোলের মহকুমাশাসক তথা আসানসোল পুরনিগমের মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার বা এমআরও অভিজ্ঞান পাঁজা এদিন বলেন, আসানসোলের পুরনিগমের কোন বুথে পুনর্নির্বাচন হচ্ছে, এমন কোন কিছু রাজ্য নির্বাচন কমিশন জানায়নি।
প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডের ১১৮২ টি বুথে মোট ভোটার ছিলেন ৯ লক্ষ ৪২ হাজার ৯০ জন। রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত কমিশনের নির্দিষ্ট ভোট শেষ হওয়ার সময় পর্যন্ত আসানসোল পুরনিগমে ভোটের শতাংশ ছিলো ৭১.৯৮। তখনও বেশকিছু ওয়ার্ডের বুথে ভোটারদের লাইন ছিলো। সেই ভোটারদের ভোট শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যায়।

রবিবার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল পুরনিগমে সবমিলিয়ে ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ।
উল্লেখ করা যেতে পারে, রবিবার ভোট শেষের পরে, জেলা কংগ্রেসের তরফে ৬২ টি ও বামফ্রন্টের তরফে ২৮১ টি বুথে পুনর্নির্বাচন চেয়ে এমআরওকে চিটি দেওয়া হয়। জেলা বিজেপি অবশ্য পুনর্নির্বাচনের কোন দাবি জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *