RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে সিপিআইএমের পথ অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, বাপ্পা ব্যানার্জি রানীগঞ্জ:
আসানসোল পৌর নিগম ভোটে রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জয় প্রামাণিক কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে রানীগঞ্জের NH 60 পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। দোষীদের গ্রেপ্তারের প্রতিবাদে। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ এসে এলাকা নিয়ন্ত্রণে আনে। সিপিআইএমের রানীগঞ্জের এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায় জানান তৃণমূল বহিরাগতদের এনে গতকাল ভোট লুট ও আমাদের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী রঞ্জিত সিং জানায় বিগত ৩৪ বছর ধরে বামফ্রন্ট যেভাবে ভোটের সন্ত্রাস ও ভোট লুট করতো আমার দেখেছি।আমদের তৃণমূল সরকার আসার পর মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারছে। এবারও আসানসোল পৌর নিগম ভোট মানুষ নিজের ভোট নিজে প্রয়োগ করতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোথাও ভোট লুট বা সন্ত্রাস হয়নি।এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জয় প্রামাণিক কে মারার যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ নাটক করছে ওই প্রার্থী।আজকে পথ অবরোধ করে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে । বিগত ৩৪ বছর ধরে তারা সন্ত্রাস, লুট, রাস্তা অবরোধ করে পার করেছে। তাই তৃণমূলকে বদনাম করার জন্য এই ধরনের জঘন্য কাজ সিপিআই এম করছে।

Leave a Reply