সবচেয়ে কম ২ ভোটে, সবচেয়ে বেশি ৭৬৫৩ ভোটে জিতলেন তৃনমুল প্রার্থী
বিজেপি প্রার্থী তারকনাথ ধীবর, জয়ের ব্যবধান মাত্র ৪ ভোট
.রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৪ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের সবচেয়ে কম ভোটে জিতে নজীর সৃষ্টি করলেন ৯০ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শক্তি রুইদাস। শাসক দলের প্রার্থী মাত্র ২ ভোটে জিতেছেন। শাসক দলের প্রার্থী পেয়েছেন ১৭৯৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী সিপিএমের মাগারাম বাউরি পেয়েছেন ১৭৯৪ ভোট। এরপরই রয়েছেন ১০৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবর। তার জয়ের ব্যবধান মাত্র ৪ ভোট। তারকনাথ ধীবরের প্রাপ্ত ভোট ১৭৪৮। তার প্রতিদ্বন্দ্বী তৃনমুল কংগ্রেসের ত্রিলোচন মাজি পেয়েছেন ১৭৪৪ ভোট।
এদিকে আসানসোল পুরনিগম নির্বাচন সবচেয়ে বেশি ৭৬৫৩ ভোটে জিতেছেন কুলটি পুর এলাকার ৫৮ নং ওয়ার্ডের সঞ্জয় নুনিয়া। তিনি পেয়েছেন ৭৯১৬ ভোট। তারপর থাকা বিজেপি প্রার্থী অলোক মাজি পেয়েছেন ২৬৩ ভোট। এরপরেই রয়েছেন জামুড়িয়া পুর এলাকার ৪ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শেখ সানদার। তার জয়ের ব্যবধান ৭২২২ ভোট। তিনি পেয়েছেন ৭৫২০ ভোট। তার নিকটতম বিজেপির নিরঞ্জন সিং পেয়েছেন মাত্র ২৯৮ ভোট।