BARABANI-SALANPUR-CHITTARANJAN

জুয়ার ঠেকে পুলিশ এর অভিযান, ধৃত ২

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– জুয়ার আসর বন্ধ করতে অভিযানে নামল রূপনারায়নপুর ফাড়ির পুলিশ। বৃহস্পতিবার রাতের অভিযানে সালানপুর থানার কল্যা পঞ্চায়েত এর চয়নপুর গ্রাম থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেপাজত থেকে প্রায় দাশ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ,পুলিশি অভিযান জারি থাকলেও নজর এড়িয়ে রূপনারায়নপুর শহর লাগোয়া বিভিন্ন গ্রাম্য এলাকাজুড়ে জাঁকিয়ে বসেছে জুয়ার আসর।

এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার
রাতের অন্ধকারে চয়নপুরের মনীশ বাউরির ঘরে অভিযান চালানো হয় সেখানে গিয়ে দেখা যায় বাড়ির মধ্যেই
৮ থেকে ১০ জন এর একটি দল অবৈধ সাট্টা জুয়ার আসর চালাচ্ছে ।তবে পুলিশ গাড়ি দেখেই পালানোর চেষ্টা করলে রীতিমতো তাড়া করে সাট্টা বাজদের ধরা হয়। তবে এই হঠাৎ করে পুলিশি অভিযানে দু’জন ধরা পড়ে গেলেও বাকিরা অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।

ধৃত চয়নপুরের মহেশ বাউরী ( ৩৭ ) ও শিয়ালডাঙ্গার বলরাম মাহাতোকে ( ৩৪ ) আজ আসানসোল আদালতে পেশ করে পুলিশ।সাট্টার তাস ছাড়াও প্রায় ১০ হাজার টাকা নগদ এবং একটি হোন্ডা সিবি সাইন মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।পুলিশ জানিয়েছে নিয়মিত ভাবে অভিযান চলবে।

Leave a Reply