আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সাড়ম্বর ও শ্রদ্ধার সঙ্গে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ ফেব্রুয়ারিঃ সাড়ম্বর ও শ্রদ্ধার সঙ্গে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো আসানসোল শহর ও শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সরকারি স্তরে এদিন দুপুরে আসানসোলের এসবি গড়াই রোডের বিদ্যাসাগর ময়দানে সবলা মেলা প্রাঙ্গনে ভাষা শহীদদের পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো করেন।
উপস্থিত ছিলেন নজরুল একাডেমির সম্পাদক কাজি রেজাউল করিম, কবি ও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, কবি বিকাশ গায়েন, জেলার ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিন সকালে খুবই ছোট করে আসানসোল পুরনিগমের তরফে পুর ভবনে এইদিনটি পালন করা হয়। নবনির্বাচিত কাউন্সিলর শ্রাবণী মন্ডল সহ জনা কয়েক আধিকারিক ও কর্মী উপস্থিত থেকে স্মারকে ফুল দেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
এদিন এই নিয়ে সোশাল মিডিয়ায় পোষ্ট করেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি স্ত্রী সদ্য নির্বাচিত কাউন্সিলর চৈতালি তেওয়ারি। তিনি লিখেছেন, ” অবহেলিত হলো বাংলা ভাষা। এই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোন অনুষ্ঠান হলো না আসানসোল পুরনিগমের তরফে। তবে এই নিয়ে পুরনিগমের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
এছাড়াও এদিন বলতে গেলে সারাদিন ধরে আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সংগঠনের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।