ASANSOL

ADPC-এর ওসি এবং আইসি সহ ১৮ জনকে বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: ADPC-এর ওসি এবং আইসি সহ ১৮ জনকে বদলির নির্দেশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দুর্গাপুর পুলিশ ১৫ জন সাব-ইন্সপেক্টর এবং ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে বদলির নির্দেশ জারি করা হয়েছে। অজয় বাগকে দুর্গাপুর থানা থেকে কোক ওভেন থানার অফিসার ইন চার্জ করা হয়েছে, সোমেন্দ্র সিং ঠাকুরকে কোক ওভেন থানা থেকে দুর্গাপুর থানার অফিসার ইন চার্জ করা হয়েছে। চুরুলিয়া, বনবাহল, চৌরঙ্গী ও বরাকর ফাড়ির ইনচার্জ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া বি জোন, এ জোন, ডিটিপিএস ফাড়ির ইনচার্জ পরিবর্তন করা হয়েছে।

দেখে নিন তালিকা

Leave a Reply