যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে ফেরার অপেক্ষায় চিত্তরঞ্জনের উত্তমের পরিজনেরা
দুর্গাপুরে ফিরে এসেছেন পর্ণশ্রী, কাল ফিরছেন নেহা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– ( Indian Stranded In Ukraine ) যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে বাড়ির উদ্দেশে পাড়ি দিয়েছে চিত্তরঞ্জন শহরের বাসিন্দা উত্তম শর্মা । মঙ্গলবার এই খবর জানান তার পরিবারের লোকেরা। পরিবারের তরফে জানান ডাক্তারি পড়ার জন্য তিনি ওই দেশে গিয়েছেন।উত্তম এর বাড়ী ফেরার খবর শুনতেই স্বস্তিতে পরিবার ও পাড়া প্রতিবেশীরা। গত বছর ডিসেম্বরে ইউক্রেনের কিভ সিটির তারাস সিভচেঙ্কো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে পাড়ি দেন উত্তম শর্মা।কিন্তু সেখানে যুদ্ধ পরিস্থিতি দেখে
কিয়েভ ছেড়ে ইউক্রেনের পশ্চিম প্রান্তের সীমান্তের দিকে রওনা দিয়েছেন চিত্তরঞ্জন শহরের ছেলে উত্তম শর্মা
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/03/IMG-20220301-WA0036-500x336.jpg)
তার কিয়েভে আটকে থাকার খবর প্রশাসনিক স্তরে জানা জানি হবার পরেই উত্তমকে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু হয়েছে।আজ ১ মার্চ তার বাবা চিত্তরঞ্জন রেলকর্মী পশুপতি শৰ্মা জানান ভারতীয় দূতাবাস কিয়েভ থেকে সমস্ত ভারতীয়কে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে । সেইমতো কোনোক্রমে ট্রেনে চেপে তার ছেলে অন্যান্যদের সঙ্গে ওই দেশের পশ্চিম প্রান্তের সীমানার দিকে রওনা দিয়েছেন।ইউক্রেনের পড়শি দেশ থেকে ভারতীয় বিমানে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ।
ইতিমধ্যেই ইউক্রেন থেকে দুর্গাপুরে ফিরে এসেছেন ডাক্তারি পড়ুয়া পর্ণশ্রী দাস।পর্ণশ্রী জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অভিজ্ঞতা একেবারেই ভালো নয়।তিনি প্রথমে বাসে এবং পরে অন্যদের সঙ্গে হেঁটে রোমানিয়া সীমান্তে পৌঁছান । ভীষণ ঠান্ডার মধ্যে তাদের মারাত্মক কষ্ট হচ্ছিল তবে ইউক্রেনের পশ্চিম প্রান্তে যুদ্ধের তেমন প্রভাব নেই। ২৭ ফেব্রুয়ারি রোমানিয়া থেকে সকাল ১১ টায় বিমানে চেপে সন্ধে ছটায় দিল্লিতে পৌঁছান তিনি তারপর দিল্লিতে রাত কাটিয়ে গতকাল অন্ডাল বিমানবন্দরে পৌঁছান । পর্ণশ্রীকে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যান দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী । ছিলেন তার বাড়ির লোকজনও ।এখন চিত্তরঞ্জন শহর অপেক্ষা করছে উত্তম শর্মার ফিরে আসার। অন্য়দিকে কাল ফিরছেন নেহা।