ASANSOL

আসানসোল সৃজনের লেখা পড়ার সামগ্রী বিতরণ শিবির

বেঙ্গল মিরর, আসানসোল : আজ আসানসোল সৃজনের এব ছরের চতুর্থ লেখা পড়ার সামগ্রী বিতরণ শিবির। আজ আসানসোলের “বকবন্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০জন দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে লেখা পড়ার সামগ্রী তুলে দেওয়া হলো। শিশুরা দেশের ভবিষ্যৎ , তাই আমাদের মতো উন্নয়নশীল দেশের সব পরিবারের লেখা পড়া করার সামর্থ্য সবার নেই, তাই “আসানসোল সৃজন” চেষ্টা করছে দুঃস্থ শিশুদের লেখা পড়ার সামগ্রী দিয়ে সহায়তা করে ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করা, এরা শিক্ষিত হলে দেশের উন্নতি সম্ভব। এই দুঃস্থ শিশুদের সামান্য কিছু করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত ও আপ্লুত।


আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন শ্রী বিমলা প্রসাদ চ্যাটার্জি, শ্রী স্বরাজ নন্দী, শ্রী দিলীপ সরকার, শ্রী সুশান্ত বোস, শ্রী সৌরেন্দ্র মোহন মজুমদার, শ্রী সঞ্জীব মিত্র, শ্রী সবিতাব্রত দত্ত, শ্রী দিলীপ পাঁজা মহাশয়, আর উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী অনুজ যশ, শ্রীমতি সুনীতা পান্ডে, শ্রী কৌশিক গোস্বামী, শ্রীমতি রমা মন্ডল, শ্রী প্রনব মুখার্জি প্রমূখ শিক্ষক ও শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *