ASANSOL-BURNPUR

ইসকো কারখানার ট্রান্সফর্মারে হঠাৎ আগুন

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, বার্ণপুর : বার্ণপুরের ইসকো কারখানার ভেতরে এক নম্বর পাওয়ার হাউসে ট্রান্সফর্মার হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক। বানপুর ইসকর গোটা বার্নপুরে শহর গত দেড় ঘন্টা ধরে অন্ধকার। এমনকি জরুরী পরিষেবা তেও যে বিদ্যুৎ সরবরাহ তাও বন্ধ। ফায়ার ব্রিগেড এর পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে।

জানা গেছে ইস্কোর যে ট্রান্সফরমারের মারফত কারখানার ভেতরে এবং বাইরে জরুরী পরিষেবা ও শহরে আবাসন গুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় অগ্নিকাণ্ডের জন্য তা পৌনে নটা থেকে বন্ধ হয়ে আছে। পাঁচটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *