বিবি কলেজে ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিবি কলেজে ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, পাকা রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে অধ্যক্ষ ডাঃ অমিতাভ বসু, কাউন্সিলর অনিমেষ দাস, বিভিন্ন বিভাগের শিক্ষক, সহ-শিক্ষক, বিভাগীয় কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক ক্যান্টিন পরিদর্শন করেন এবং খাদ্য উৎপাদনের স্থান, পরিচ্ছন্নতা, রান্নাঘর, রান্না করা খাবারের বিষয়ে খোঁজ নেন।




তিনি ক্যান্টিনে তৈরি খাবার খেয়ে দেখেন এবং প্রশংসা করেন। তিনি বলেন, বিবি কলেজে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি। কলেজের অধ্যক্ষের নেতৃত্বে এখানে সুষ্ঠুভাবে লেখাপড়া-পড়া হচ্ছে। কলেজের সেরা পারফরম্যান্স নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে বিবি কলেজ এতটাই জনপ্রিয় যে এই কলেজ সম্পর্কে আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়েনা ।